মার্কিন রিপাবলিকান সিনেটর পিট রিকেটস তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাইকে বলেছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আত্মরক্ষায় সহায়তা করে যাবে। তাইওয়ান প্রণালিতে কোনো বলপ্রয়োগ ছাড়াই যুক্তরাষ্ট্র শান্তি চায়।
রিকেটস বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই তাইওয়ান ও মূল ভূখণ্ডের মধ্যে পার্থক্য শান্তিপূর্ণভাবে নিরসন হোক।
এ সময় প্রেসিডেন্ট লাই বলেন, তাইওয়ান ও যুক্তরাষ্ট্র একত্রে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাবে এবং তাইওয়ান তার প্রতিরক্ষা খাতে আরো ব্যয় করতে প্রতিশ্রুত।
রিপাবলিকান সিনেটর টেড বাড এবং ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস এই সফরে রিকেটসের সঙ্গে ছিলেন। কুনস বলেন, আমি আশাবাদী যে যুক্তরাষ্ট্র-তাইওয়ান সম্পর্কের এক শক্তিশালী পরবর্তী অধ্যায় দেখতে পাবো।